শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের দাবি এসএফআই’এর

IMG-20250306-WA0230

মালদা: শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এমনই দাবি তুলে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল মানিকচক বামপন্থী ছাত্র যুব সংগঠন এর এসএফআই ইউনিট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার পরের দিনই ধর্মঘট ডেকেছিল এসএফআই। গত কাল রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আজ মানিকচকের মথুরাপুর এ বিক্ষোভ কর্মসূচি পালন করল এসএফআই। এ প্রসঙ্গে মানিকচক এসএফআই ইউনিট এর সভাপতি দীপঙ্কর ঘোষ জানান তৃণমূলের নারকীয় অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। রাজ্য নেতৃত্বকে শিক্ষা মন্ত্রীর গাড়ির নিচে পিষে মারার চিত্র সারা রাজ্য দেখেছে। এরই প্রতিবাদে শান্তিপূর্ণ ধর্মঘটের ডাকও দিয়েছিল এসএফআই কিন্তু তৃণমূলের গুন্ডাবাহিনী ধর্মঘটকে ব্যর্থ করার জন্য অত্যাচার চালিয়ে গেছে অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। আজ আমরা সর্বোপরি ঘটনা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আগামী দিনে আরো বড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন এদিনের কর্মসূচি থেকে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement