ঐতিহ্য বজায় রেখে নতুন রূপে কলকাতার হলুদ ক্যাব

IMG-20250301-WA0251

কলকাতার অতিপরিচিত হলুদ ট্যাক্সি এবার নব কলেবরে। রাজ্যের পরিবহণ বিভাগের উদ্যোগে ফের কলকাতার রাস্তায় দেখা যাবে সেই হলুদ ট্যাক্সি। তবে এবার নয়া ধাঁচে। রং থাকছে সেই হলুদই। ঐতিহ্যের হলুদ ট্যাক্সি, কিন্তু নতুন রূপে। নাম দেওয়া হয়েছে ‘ইয়েলো হেরিটেজ ক্যাবস’। এক বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার উদ্যোগেই কলকাতা জনপ্রিয় অ্যাম্বাসেডের হলুদ ট্যাক্সি রূপ বদলে আবার ফিরল রাজপথে। কলকাতার রাস্তায় যে গাড়ি চলবে তার গায়ে আঁকা থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, মনুমেন্টের ছবি। আপাতত ২০টি গাড়ি রাস্তায় নামানো হচ্ছে। পরবর্তীকালে মোট ৩০০০টি এই নতুন ‘হলুদ ট্যাক্সি’ চলবে শহরের রাস্তায়।
পরিবহন মন্ত্রী জানান, ধাপে ধাপে আরও গাড়ি পথে নামানো হবে। সব মিলিয়ে প্রায় ৩০০০ ট্যাক্সি রাস্তায় নামবে। এই গাড়িগুলি পেট্রল ও সিএনজি-তে চলবে।
চালকদের দিয়েই চুক্তির ভিত্তিতে এই হলুদ ট্যাক্সি চালাতে চায় সংস্থাটি। নিজেরা কোনও অ্যাপ ক্যাব আনছেন না তারা। তবে ‘যাত্রীসাথী’ অ্যাপ-এ এই গাড়ি বুক করা যাবে।
আপাতত গাড়িগুলিকে যাত্রী সাথী আপের সঙ্গে যুক্ত করা হবে অর্থাৎ এই গাড়িগুলি বুক করতে হলে যাত্রী সাথে অ্যাপের মাধ্যমেই বুক করতে হবে। অ্যাপ ক্যাব সংস্থায় গাড়ি চালাতে হলে অন্যান্য সংস্থায় চালকদের ভাড়ার থেকে যে কমিশন কাটার ব্যবস্থা রয়েছে, এইখানে তেমনটা হবে না। অর্থাৎ ট্রিপ পিছু চালকদের কোনও কমিশন দিতে হবে না। গাড়ির রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব সংস্থার। তবে গাড়ির জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি মাসে চালকদের একটা মূল্য তুলে দিতে হবে সংস্থার হাতে ৷ সেই মূল্যটি কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।(সপ্তর্ষি সিংহ)

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement