বিএলও আয়ুব আলিকে সংবর্ধনা

IMG-20251201-WA0062

দিনহাটা: মাত্র ২৩ দিনে এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে সংগ্রহের পাশাপাশি ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করায় সিতাই বিধানসভা কেন্দ্রের ৬/২৯৪ নম্বর বুথের বিএলও আয়ুব আলিকে সংবর্ধনা দিল দিনহাটা মহকুমা প্রশাসন। এসআইআর এর কাজ নিয়ে যখন চারদিক থেকে চাপের অভিযোগ উঠছে সেই সময় এই সম্মাননা কর্মীদের কারো উৎসাহিত করবে বলে ই মনে করছেন অনেকে। মহকুমা শাসক ভারত সিং আয়ুব আলীকে সম্মাননা পত্র তুলে দেন। আয়ুব সিতাই বিধানসভা কেন্দ্রের ২৯৪ নম্বর বুথের বিএলও দায়িত্বে ছিলেন। দিনহাটা এক ব্লকের পশ্চিম সার্কেলের রঘুনন্দন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আয়ুব জানিয়েছে, তার বুথে ৮৬৪ জন ভোটার ছিলেন। চার নভেম্বর থেকে বুথের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করি। ফর্ম তারপর বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে আবার সেগুলি ডিজিটাইজেশনের কাজ করি। বুথের দুজন ভোটার অন্যত্র চলে গিয়েছে এবং ১৪ জন ভোটার মৃত বেরিয়েছে। সরকারি এই কাজে যে দায়িত্ব আমায় দিয়েছে সেই কাজ নির্দিষ্ট সময়ের আগে ২৩ দিনের মাথায় শেষ করে জমা করতে পেরেছি। কাজ শেষ করে আবার স্কুলেও নির্ধারিত শিক্ষকতার কাজ শুরু করেছি। প্রশাসনের পক্ষ থেকে আমাকে সম্মানিত করায় বেশ ভাল লাগছে।দিনহাটার মহকুমা শাসক ভারত সিং বলেন,”সিতাই বিধানসভা কেন্দ্রের ৬/২৯৪ নম্বর বুথের বিএলও আয়ুব আলি নির্দিষ্ট সময়ের অনেক আগে ২৩ দিনের মধ্যে কাজ শেষ করতে পারায় প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে দিনহাটা বিধানসভা কেন্দ্রের ৭/১৫ ও ৭/৩৬ নম্বর বুথের দুই বিএলওকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement