বাড়িয়ে দেওয়া হল বিএলও’দের পারিশ্রমিক

IMG-20251201-WA0061

শিলিগুড়ি: ক্ষোভ ছিল পরিশ্রম অনুযায়ী তারা টাকা পাচ্ছেন না। এবার তাদের কথা শুনে নির্বাচন কমিশন প্রায় দ্বিগুণ করে দিল বিএলওদের পারিশ্রমিক। এখন থেকে প্রতিদিন হিসাবে প্রায় দ্বিগুণ টাকা পাবেন তারা। প্রত্যেক লেভেলেই বাড়িয়ে দেওয়া হয়েছে পারিশ্রমিক। বিএলওরা জানিয়েছিলেন পরিশ্রম অনুযায়ী তারা টাকা পাচ্ছেন না। বারবার জনসমক্ষে এই কথা প্রকাশিত হচ্ছিল। মানুষের মধ্য ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল। তাই অবশেষে বিএলওদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হলো। যেটা খুব সম্ভবত এক দু দিনের মধ্যে কার্যকর হবে। এতে বিএলওরা ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনকে। গোটা রাজ্যে বিএলওদের ক্ষোভ বাড়ছিল বিভিন্ন কারণে। পরিশ্রম অনুযায়ী টাকা পাচ্ছিলেন না তারা। তাই এবার হয়তো তাদের মন সন্তুষ্ট থাকবে। অন্যদিকে নির্ধারিত সময় থেকে সময়সীমা বাড়িয়ে দাওয়ায় কাজের চাপ কিছুটা কমলো বলে মনে করছেন বিএল ওরা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement