প্রথম ম্যাচে কেকেআরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চেন্নাইকে উড়িয়ে স্বপ্নের দৌড় আইপিএল-এ। কোহলি-পাতিদারদের শুরুটা যে সমর্থকদের আশা দেখাচ্ছে একথা বলা এতটুকুও ভুল হবে না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ইডেন গার্ডেন্সে হারানোর পর এবার আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংসকে তাঁদের ডেরায় গিয়েই হারিয়ে এল ফিল সল্টরা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আর শুরু থেকেই ঝড় তুলে দেন ফিল সল্ট। তবে শুরুটা ফিল সল্ট ভালো করলেও মহেন্দ্র সিং ধোনির তৎপরতায় তিনি বড় স্কোরে পৌঁছাতে পারলেন না।
১৭ বছর পর আইপিএলে চিপকের মাঠে জিতল আরসিবি। কিছুটা অবাক করেই দলের দরকারে মহেন্দ্র সিং ধোনিকে ব্যাটিং অর্ডারে আগে নামানো হল না, নামানো হল অশ্বিনেরও পরে। বিরাট কোহলি অবশ্য এই ম্যাচে থাকলেন একদমই নিষ্প্রভ। ৩০ বল খেলে করলেন মাত্র ৩১ রান। শেষবেলায় টিম ডেভিড ৮ বলে ২২ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে আরসিবি’র স্কোর দাঁড়ায় ১৯৬-এ।
রান তাড়া করতে নেমে চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। নিজেদের ঘরের মাঠেই পরপর আউট হয়ে যান রাহুল ত্রিপাঠি, রুতুরাজ গায়কোয়াড়। মাত্র ৮ রানেই ২ উইকেট পড়ে যায় চেন্নাইয়ের। রাচিনের আউটের পর ম্যাচটা নিছকই নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়। সেই সময় ক্রিজে আসেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু হাতের নাগালের বাইরে থাকা ম্যাচ আরও দূরে চলে যেতে থাকল। ৮ বলে ১১ রান করে লিভিংস্টোনের বলে আউট হলেন অশ্বিন। এদিনের ম্যাচে মাঠে অনেকদিন বাদে হলুদ জার্সি গায়ে দেখা গেল রবিচন্দ্রণ অশ্বিনকে। বল হাতে ২ ওভারে ২২ রান দিয়ে পেলেন একটি উইকেট।ব্যাট হাতে করলেন ১১ রান। আরসিবি ম্যাচ জিতল ৫০ রানে।










